Waqf Act : জঙ্গিপুরের পর আমতলা। ওয়াকফ বিক্ষোভের ক্ষেত্রে আক্রান্ত উর্দি !
ABP Ananda LIVE : কসবায় অসহায় চাকরিহারাদের গায়ে লাথি মারে যে পুলিশ, মুর্শিদাবাদে সেই উর্দিধারীদের সামনেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পুলিশের কিয়স্ক। আমতলায় পুলিশের সামনেই সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়। গত মঙ্গলবার জঙ্গিপুরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে, দোকানে লুকোতে দেখা যায় পুলিশ কর্মীদের! কসবায় যেখানে চাকরিহারাদের লাথি ও লাঠি মারা হচ্ছে, আর ওয়াকফ বিক্ষোভের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি! যা ঘিরে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।
Kasba Incident : বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।


















