BJP News: ওয়াকআউটের করে বিধানসভার বাইরে বিক্ষোভ অব্যাহত বিজেপি বিধায়কদের
ABP Ananda Live: ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত হলেও, রাজ্যে তা ক্ষুণ্ণ হচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপর ওয়াকআউটের করে বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ অব্যাহত থাকে বিজেপি বিধায়কদের। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "যেভাবে নৃশংসভাবে, নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলি ছিঁড়ছিল আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্যই আমি বাধ্য় হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা এরপর থেকে কোনও সরকারি কাগজ ওদের দেওয়া হবে না।"
ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি
ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি। কিনতু, এই ভূতুড়ে ভোটারদের নাম তালিকায় ঢোকাচ্ছে কারা? তৃণমূল গোড়া থেকেই অভিযোগ তুলছে, বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। কিনতু, বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, রাজ্য় সরকার কি ভুয়ো ভোটার নিয়ে দায় এড়াতে পারে? মঙ্গলবারও জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে যে CEO অফিস আছে, ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস, তার বেশি কিছু নয়। সেই অফিসকে দিয়ে এবং তার নীচে BDO, SDO এবং প্রচুর চুক্তি ভিত্তিক কর্মী, যাদের দিয়ে কাজটা করানো হয়। এনিয়ে বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।



















