WB By Election 2024:লোকসভা ভোট মিটতেই রাজ্যে উপনির্বাচন, ৪ কেন্দ্রের ১০৯৭টি বুথে কেন্দ্রীয় বাহিনী
ABP Ananda LIVE: লোকসভা ভোট মিটতেই রাজ্যে এবার উপনির্বাচন। আজ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় ভোট। ৪ কেন্দ্রের ১০৯৭টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।
বুধবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভায় উপনির্বাচন (West Bengal ByPolls) হবে। শেষ মুহূর্ত্বে চারটি বিধানসভাতেই নিরাপত্তা ব্যবস্থা (security arrangement) আরও বাড়াল নির্বাচন কমিশন (ECI)। উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda), নদিয়ার রানাঘাট-দক্ষিণ (Ranaghat-Dakshin), উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) ও কলকাতার মানিকতলা (Maniktala) বিধানসভায় মোট ৩৪ জন প্রার্থী লড়াই করছেন।
কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে ঘাসফুল শিবিরের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন। বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১-এর নির্বাচনে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিট পেলে বিশ্বজিৎ দাস প্রার্থী হতে পারেননি। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।