WB Flood: ফের প্লাবন-শঙ্কা, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের। ABP Ananda Live
নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, হাওড়ার একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ নবান্নের।
পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। DVC-র ছাড়া জলে ভাসছে কুরচি শিবপুর, কানুপাট-মনশুকা এবং সিংটি-শিবানীপুর, এই ৩টি গ্রাম পঞ্চায়েতের ১৬-১৮টি গ্রাম।উদয়নারায়ণপুর- ডিহিভুরসুট রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। বাড়ি, দোকানপাট, চাষের জমি জলমগ্ন। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করছেন উদয়নারায়ণপুর থানার পুলিশ কর্মীরা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকাল পূর্তমন্ত্রী পুলক রায় ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উদয়নারায়ণপুর ও আমতার দুই তৃণমূল বিধায়ক সমীর পাঁজা ও সুকান্ত পাল। দুর্গত এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, পানীয় জল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।