DA Issue: DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল
DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল। সকাল ১১টায় রাজভবনে সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠকের আয়োজন করা হয়। সূত্রের খবর, আন্দোলনকারী ও রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব নিতে পারেন রাজ্যপাল। বকেয়া DA, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মূলত এই ৩টি দাবিই রাজ্যপালের কাছে তুলে ধরবেন। DA-আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saline Contro: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-বিতর্ক। কোনও গলদ ছিল না, বলে দাবি মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/21d2f9d156dcfbd45a49e12d1c1979701739889058936968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)