Wb Migrant labour: এখনও পেটের টানে বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেন লক্ষ লক্ষ শ্রমিককে ? প্রশ্ন তুলছে বিরোধীরা
ABP Ananda LIVE: রাজধানী দিল্লি থেকে শুরু। রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- এরকম একাধিক বিজেপি ও NDA শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও তাদের হেনস্থার অভিযোগ উঠেছে। ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে এরকম প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক গেছেন। আর এই জায়গাতেই প্রশ্ন তুলছে বিরোধীরা। ২০২৩ সালে করোনার সময় এই পরিযায়ী শ্রমিকদের জন্যই একাধিক ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কর্মসাথী প্রকল্পে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া, ছাড়াও একটি অ্যাপ চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তৈরি করা হয়েছিল পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদ। যার চেয়ারম্যান বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সূত্রের খবর, ঘোষণা হলেও সেই অ্যাপ এখনও তৈরি হয়নি! এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এখানকার লক্ষ লক্ষ শ্রমিককে এখনও পেটের টানে বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেন?



















