WB News:উত্তপ্ত কোচবিহার,BJP বিধায়কের ছেলেকে গ্রেফতারির ঘটনায় পুন্ডিবাড়িতে মিছিল,পাল্টা TMC-র মিছিল
ABP Ananda LIVE : কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বিজেপিকে পেটানোর দাওয়াই উদয়ন গুহর। একটা বিধানসভায় যদি একজন তৃণমূল কর্মীও আক্রান্ত হন তাহলে ৮ টা বিধানসভায় ৮জন বিজেপি কর্মীকে পেটাতে হবে।',সিতাইয়ে ২১শের প্রস্তুতি সভায় হুঙ্কার উদয়ন গুহর।
আরও খবর...
কসবাকাণ্ডে শাসকদলকে আক্রমণ শুভেন্দুর
বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা ভোট। তারই মধ্যে একাধিক ইস্যুতে বারবার নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। উদ্বেগের মুখে শাসকদল।এমন এক পরিস্থিতিতে কসবাকাণ্ডে তীব্র আক্রমণ শানিয়ে ভাইপো গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।এদিন কসবাকাণ্ডে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। নাম না করেই তিনি বলেন , 'আমি ভাইপো গ্যাং-কে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে', বললেন শুভেন্দু অধিকারী। 'কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং। এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাং-কে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লেখাতে পারিনি , তাই আমাকে ২০২০ সালে বিজেপিতে যেতে হয়েছে । বিজেপি আমাকে নিয়েছে বলে গিয়েছি। সব পদ ছেড়ে গিয়েছি।' এদিন তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আগামী মঙ্গলবার দিন, আপনাদের একটা গ্যালারি দেব, ৫০ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাঙের। আমি চাইলে এটা ১ হাজার জনেরও দিতে পারি। কিন্তু আমি অতজন বিখ্যাত করতে চাই না। পরশুদিন বিকেল বেলায় ৫০ জনের একটা গ্যালারি দেব।'


















