SIR News: 'নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড', অনিচ্ছুক' BLO-দের নিয়ে কড়া নির্বাচন কমিশন
ABP Ananda LIVE: 'নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড' । অনিচ্ছুক' BLO-দের নিয়ে কড়া নির্বাচন কমিশন । নিয়োগপত্র নিতে ডেডলাইন, না নিলে সাসপেন্ড' 'আজকের মধ্যে নিতেই হবে নিয়োগপত্র' । নিয়োগপত্র না নিলে BLO-দের সাসপেন্ড করার হুঁশিয়ারি কমিশনের । মোট ১৪৩ জন BLO আছেন, যাঁরা এখনও নিয়োগপত্র নেননি, খবর কমিশন সূত্রে । এঁদের বেশিরভাগই শিক্ষক, খবর কমিশন সূত্রে এইসব BLO-দের বেশিরভাগ কলকাতা উত্তর, কোচবিহার ও মুর্শিদাবাদের, খবর সূত্রের । ডেডলাইন দিয়ে জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন 'প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টের জন্য কথা বলবেন ERO' । রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে ERO-দের নির্দেশ কমিশনের: সূত্র
আরও খবর...
২০০২-এর ভোটার তালিকা দেখবেন কীভাবে? কী কী পদ্ধতিতে চট করে পাবেন নিজের নাম?
অন্যদিকে, BLO দের ঘাড়েই SIR-এ র মূল দায়িত্ব! কিন্তু কী করে জানবেন আপনার BLO কে? তাঁর কাছে যদি কিছু জানার থাকে তাহলে কী করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি Booth Level Officer বা BLO-র সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, ‘Book-a-Call with BLO’-র মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ecinet অ্যাপ।
Connect with election officials- এ গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে BLO সংক্রান্ত তথ্য।


















