WBJEE 2023 : রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম মহম্মদ সাহিল আখতার, দ্বিতীয় সোহম দাস
প্রকাশিত পশ্চিমবঙ্গে জয়েন্টের ফলাফল। প্রথম মহম্মদ সাহিল আখতার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পঞ্চম অয়ন গোস্বামী, দুর্গাপুুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ষষ্ঠ অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল সোদপুরের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম রাজস্থানের কিন্তন সাহা
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে নবম রাজস্থানের রক্তিম কুণ্ডু। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়ার হোলি অ্যাঞ্জেলস স্কুলের ছাত্র।