WBJEE result: অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল। আজ থেকেই খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল
ABP Ananda LIVE: অবশেষে প্রায় চার মাস পর প্রকাশিত হল রাজ্য় জয়েন্টের ফল। অন্য়দিকে আজ থেকেই খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশের পরেই প্রথম দশের মেধা তালিকা সহ জয়েন্টের ফল প্রকাশ। ফের খুলছে কলেজে ভর্তির পোর্টাল। বিকেলে প্রকাশিত হল ভর্তির মেধাতালিকা। আইনি জটিলতায় ফলপ্রকাশে দেরি হল। বিশ্বাস রাখি প্রতিকূলতাকে জয় করবে পরীক্ষার্থীরা। সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। কটাক্ষ বিরোধীদের। গত ২৭ এপ্রিল নেওয়া হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স। সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী নির্দেশের পর শুক্রবার ফল প্রকাশিত হল ১১৭ দিনের মাথায়, অর্থাৎ প্রায় ৪ মাস পর। অন্যদিকে, ৭ মে প্রকাশিত হয়েছিল উচ্চমাধ্যমিকের ফল। এদিন কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হল ১০৬ দিন, অর্থাৎ সাড়ে তিন মাস পর।





















