(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব: মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট ৪২ জন সাংসদ রয়েছেন এই মুহূর্তে, যার মধ্যে ৩৮ শতাংশই মহিলা সাংসদ। (Lok Sabha Elections 2024)
এদিন মমতা জানান, সুদীপ লোকসভায় দলের নেতা থাবেন। মুখ্য হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের ভূমিকা পালন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হবেন কাকলি ঘোষ দস্তিদার। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন পরবর্তীতে ঠিক হবে। পাশাপাশি, রাজ্যসভায় দলের নেতা হবেন ডেরেক ও'ব্রায়েন। সেখানে ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক নাদিমুল হক। সুদীপ এবং ডেরেক আগেও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ছিলেন। পুনরায় তাঁদের উপরই ভরসা রাখলেন মমতা।