Weather Update: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ,১৫, থেকে ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস
ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) চরম অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই অবশেষে এল স্বস্তির বার্তা। গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। আপেক্ষিক আর্দ্রতা কিছুতেই নামছে না। দরদরিয়ে ঘাম ভিজছে নিত্য যাত্রীরা। বাড়ি ফিরেও স্বস্তি নেই। ঠিক এমনই সময় বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ১৫, ১৬, ১৭ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
কসবায় ২ তৃণমূল কাউন্সিলরের সংঘাতেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি এসব বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে দফায় দফায় অশান্ত কসবা । তৃণমূলের ২ কাউন্সিলর ঘনিষ্ঠদের সংঘর্ষ, গুলি-বোমায় অশান্ত কসবা। পুলিশকে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র। অন্যদিকে, ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর । ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল । 'শান্তি কে আছে, কেন এরকম হবে?' নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র-- নবান্নে নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৬ কাউন্সিলর । নবান্নের বৈঠকে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অমল চক্রবর্তী। নবান্নের বৈঠকে হাজির কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।