Weather Update: ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ! ভিজবে কোন কোন জেলা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে।বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়।
'থ্রেট কালচারে'র অভিযোগ। মঙ্গলবারও ১২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করল আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটি। বয়ান রেকর্ড করা হল অভিযোগকারী ও সাক্ষীদেরও। কীভাবে দীর্ঘদিন ধরে 'থ্রেট কালচারে'র শিকার হয়েছেন, তা তুলে ধরেন একজন ইন্টার্ন।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। এবার সরকারি পুজোর অনুদানে না বলল পুরুলিয়ার একটি পুজো কমিটি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেলেও এ বছর অনুদান না নেওয়ার কথা বলে তারা চিঠি দিয়েছে জেলাশাসককে।