Rinku Son Death: 'রাতে ওর দুই অফিস কলিগ ছিল ফ্ল্যাটে', জানালেন রিঙ্কু
ABP Ananda Live: ছেলে যে ভাল নেই, তা বুঝতে পারছিলেন তিনি। স্বামীর সঙ্গে কথাও বলবেন ভেবেছিলেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। ছেলে প্রীতম দাশগুপ্ত, ওরফে সৃঞ্জয়ের মৃত্যুর পর এমনটাই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। জানালেন, তিনিই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান ছেলেকে। কিন্তু সেখানে গিয়ে জানলেন সব শেষ।
দিলীপের সঙ্গে রিঙ্কু ঘর বেঁধেছেন এখনও একমাসও হয়নি। আর সেই অবস্থাতেই মঙ্গলবার ছেলের মৃত্যু দেখতে হল রিঙ্কুকে। নিউটাউনের শাপুরজির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রীতমের দেহ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। আর সেই অবস্থাতেই ছেলের কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন রিঙ্কু।
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নেওয়া হয়েছে আইসোলেশনে !
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর 6E5227 বিমানে বোমাতঙ্ক। বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।



















