Mamata On ECI : নির্বাচন কমিশনকে শুধু আক্রমণই নয় সরাসরি সংঘাতের পথে মুখ্যমন্ত্রী, নেপথ্যে কী কারণ?
ABP Ananda LIVE : নির্বাচন কমিশনকে শুধু আক্রমণই নয় সরাসরি সংঘাতের পথে মুখ্যমন্ত্রী নেপথ্যে কী কারণ? আইন অনুয়ায়ী কি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে যাওয়া সম্ভব রাজ্য সরকারের? নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল? ভোটের মুখে অফিসারদের মনোবল অটুট রাখতেই মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থান ?
আরও খবর...
ভোটার তালিকায় কারচুপি, তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম!
আবছা আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপির খবর এল প্রকাশ্যে! তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম তুলে দেওয়া হয়েছে বলে খবর। কমিশনের কাঠগড়ায় এবার নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO। তালিকায় অস্তিত্বহীন ভোটার! কমিশন সূত্রে জানানো হয়েছে, অসঙ্গতির কথা স্বীকার করেছেন ২ ERO। এর আগে ২ ERO-কে তলব করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ''তথ্য যাচাইয়ের জন্য BLO-দের পাঠানোই হয়নি। তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম। নন্দকুমারের ভোটার লিস্টে ৫৯ জন অস্তিত্বহীন ভোটারের নাম। রাজারহাট-গোপালপুরের ভোটার লিস্টে ৪৩ জন অস্তিত্বহীন ভোটারের নাম।''



















