Vande Bharat Express: সুখবর, রাজ্য পেল আরও ৩ বন্দে ভারত এক্সপ্রেস ! কোন কোন রুটে ?
PM Modi On Vande Bharat Express : রাজ্য পেল আরও তিন বন্দে ভারত। ঝাড়খণ্ডের টাটানগর থেকে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্য়ে বাংলা পেল হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া এবং হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এদিন হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা।রবিবার, ঝাড়খণ্ডের টাটানগর থেকে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্য়ে তিনটি সেমি হাইস্পিড ট্রেন বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য়। যা দৌড়বে হাওড়া থেকেই। বাংলা যে তিনটি সেমি হাইস্পিড ট্রেন পেল সেগুলি হল-হাওড়া-ভাগলপুর হাওড়া-গয়া এবং হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্য়ে হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস এদিনই যাত্রা শুরু করল। উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ, বিজেপি তিনটে বন্দে ভারত পশ্চিমবঙ্গ পেল। কলকাতা, হাওড়া অন্য়ান্য় স্টেশনের সঙ্গে যুক্ত হচ্ছে। পরিষেবার সুবিদার্থে হল। এই মাধ্য়মে শিল্প আসতে পারে। এই নিয়ে মোট ৬ টি বন্দে ভারত পেল বাংলা। ABP Ananda LIVE