Midnapore News:মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য দফতরে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট
ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। পরিবারের দাবি, স্যালাইন দেওয়ার পর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, পরিবারের আরও দাবি, গতকাল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৫ প্রসূতি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। CMOH জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মেদিনীপুর মেডিক্যালে যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিম।
এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার কারণেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ওই হাসপাতালে স্যালাইন নেওয়ার পর থেকে আরও চারজন প্রসূতি অসুস্থ বলে অভিযোগ। গতকাল স্যালাইন নেওয়ার পরেই ৫ জন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি মৃতার পরিবারের। দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের CCU-তে স্থানান্তরিত করা করা হয়। আজ সকালে মামণি রুইদাস নামে প্রসূতির মৃত্যু হলে উত্তজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সুপার জয়ন্ত রাউতকে একাধিকবার ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্বাস্থ্য দফতর অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।