Alipurduar: আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবক
ABP Ananda Live: আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ছিনতাইয়ে বাধা পেয়ে অনীশ দে নামে এক যুবককে গুলি করার অভিযোগ। আহত যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। ডিমা নদীর সেতুর উপর অনীশ ও তাঁর তিন বন্ধুর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অনীশ ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁর পায়ে গুলি করে। এরপর টাকা, মোবাইল, বাইক ছিনতাই করে চম্পট দেয় দুই অভিযুক্ত।
আরও খবর, আলোর উৎসবে প্রাণঘাতী বাজি। আনন্দের প্রহরে নেমে এল বিষাদের কালো ছায়া। উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু। বাজি ফাটাতে গিয়ে আগুন, তা থেকে ঝলসে ২ নাবালক-নাবালিকা ও এক মহিলার মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে বাজি ফাটাতে গিয়ে এই পরিণতি ঘটে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধে ৭টা নাগাদ উলুবেড়িয়া বাজারপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।



















