WB News: স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে নবান্নে।
বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে, সে রাজ্যে Special Intensive Revision বা ভোটার তালিকায় সংশোধনী নিয়ে তোলপাড় গোটা দেশ। SIR-এর নামে আসল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে একযোগে সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটেই যখন, পশ্চিমবঙ্গেও SIR চালুর আশঙ্কা করছে তৃণমূল, তখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করতে চেয়ে, রাজ্য সরকারকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়। স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না CEO দফতরের। নির্বাচনী কর্মী নিয়োগেও নির্ভরশীলতা আর থাকবে না। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না। মুখ্য নির্বাচনী দফতরের স্বাধীনতা চেয়ে রাজ্যকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে 'সিইও-র হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্ত্বশাসনের ক্ষমতা সীমিত। স্বরাষ্ট্র দফতরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দফতর। স্বতন্ত্র, স্বাধীন একটি পৃথক নির্বাচন দফতর তৈরি করতে হবে। স্বরাষ্ট্র দফতরের অধীনে আর থাকবে না পৃথক নির্বাচন দফতর। যার সঙ্গে রাজ্যের অন্যান্য দফতরের কোনও সম্পর্ক থাকবে না।এই দফতরের স্বাধীন বাজেট পরিচালনার ক্ষমতা থাকব। এই দফতর স্বায়ত্ত্বশাসন পেলেই নিরপেক্ষ ভোট সম্ভব। তবেই অবাধ-নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা সম্ভব।'



















