Panihati News : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান !
ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান! মাঠ-দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, ফের উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের! রাতে ববির বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি, সকালে ফের অবস্থান বদল! 'এখনই ইস্তফা নয়, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি'। অমরাবতী মাঠ বিতর্কে ইস্তফার বদলে এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান। পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রোমোটার-রাজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান!
Kolkata News Update: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ !
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ । সরস্বতী পুজোর পরেও উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ । পরিচালন সমিতির বৈঠক ঘিরে উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ।পরিচালন সমিতির চেয়ারপার্সন মালা রায়কে ঘিরে বিক্ষোভ। তৃণমূল সাংসদের গাড়ি ঘিরে TMCP-রই একাংশের বিক্ষোভ। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগে TMCP-রই একাংশের বিক্ষোভ! 'কে বহিরাগত, কে ছাত্রছাত্রী আমার পক্ষে বলা সম্ভব নয়।' ভালভাবেই পরিচালন সমিতির বৈঠক হয়েছে: মালা রায়। মালা রায় কলেজ থেকে বেরোতেই বিক্ষোভকারীদের রং! রং মাখিয়ে, জল ছুড়ে TMCP-র বিক্ষোভকারীদের বের করল বহিরাগতরা ! পরে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ঢুকতে পারলেন TMCP সমর্থকরা। 'TMCP নেতা সাবির আলির অনুগামীরাই বহিরাগত'। সংগঠনের নেতার বিরুদ্ধেই অভিযোগ TMCP-র একাংশের । এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি TMCP নেতা সাবির আলির।


















