INTTUC agitation: দুর্গাপুর স্টিল প্লান্টে কাজ বন্ধ রেখে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে INTTUC-র বিক্ষোভ
ABP Ananda LIVE : দুর্গাপুর স্টিল প্লান্টে কাজ বন্ধ রেখে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে INTTUC-র বিক্ষোভ। সামাল দিতে গিয়ে দলের শ্রমিক সংগঠনের সদস্যদের ক্ষোভের মুখে INTTUC-র কোর কমিটির ৩ সদস্য। '২৪০ দিন ১১ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ছিল ঠিকাদার সংস্থার'। অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য বোনাস দেওয়া হচ্ছে না। এ নিয়ে জানালেও INTTUC-র কোর কমিটি টালবাহানা করছে বলে অভিযোগ। সকালে দুর্গাপুর স্টিল প্লান্টের সামনে বিক্ষোভকারীদের বোঝাতে গেলে ক্ষোভের মুখে তিন নেতা।
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়, ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।



















