WB News: 'হলফনামা ছাড়া কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করা যায় না', দাবি নির্বাচন কমিশনের
ABP Ananda LIVE : CEO -কে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, মুখ্য়সচিবের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন । মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি, কীভাবে সেখানে ছিলেন মুখ্যসচিব ? 'হলফনামা ছাড়া কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করা যায় না' লোকপাল আইনের উল্লেখ করে এমনই দাবি নির্বাচন কমিশনের।অভিযোগ মিথ্যে হলে এক বছরের জেল পর্যন্ত হতে পারে : কমিশন সূত্র।
ঘোষণা হল নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। নোবেল কমিটি জানাল, এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন, মারিয়া করিনা মাচাদো । ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাঁকে পুরস্কৃত করা হল।
শুক্রবার অসলোতে ঘোষণা করা হল মারিয়ার নাম। এ বছর কমিটির ভাবনায় ছিল ৩৩৮টি নাম। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা। তার মধ্যে কমিটি বেছে নিল মারিয়া করিনা মাচাদোকে। নোবেল কমিটি ঘোষণায় জানিয়েছে,গণতন্ত্রের জন্য মারিয়ার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের কাছে অনুপ্রেরণা।



















