Ghatal News: ঘাটালে তৃণমূল বনাম তৃণমূল, সাংসদ দেবকে না জানিয়েই হল ঘাটাল শিশুমেলার প্রস্তুতি বৈঠক
ABP Ananda Live: ঘাটালে তৃণমূল বনাম তৃণমূল। শিশুমেলা ঘিরেও সংঘাত। সাংসদ দেবকে না জানিয়েই হয়ে গেল ঘাটাল শিশুমেলার প্রস্তুতি বৈঠক। তড়িঘড়ি তৈরি করা হল কমিটি। কমিটিতে নেই ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সভাপতির পদ থেকে বাদ দেওয়া হল ঘাটালের মহকুমা শাসকের নাম। শিশুমেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুই। তৃণমূল সূত্রে খবর ২৮ নভেম্বর ঘাটালে তৃণমূল সাংসদ দেবের উপস্থিতিতে হওয়ার কথা ছিল শিশুমেলার বৈঠক।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।