Sare 7tay Saradin : বাংলায় বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা
ABP Ananda LIVE : বাংলায় বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই। গরু পাচার থেকে শিক্ষা দুর্নীতি, একের পর এক মামলায় জামিন। কেষ্ট-মানিক-জীবন-অর্পিতার পর বালুরও বেল। এখনও জেলে পার্থ। ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কী? দুর্নীতি করে কাদের চাকরি, কারা পায়নি, সেটাই গুরুত্বপূর্ণ, বলল সুপ্রিম কোর্ট। আলাদা করে তদন্ত চায় গ্রুপ সি চাকরিপ্রাপকরা। ২৭ জানুয়ারি ফের শুনানি। বাংলায় স্যালাইন কেলেঙ্কারি, সঙ্কট মেটাতে ভরসা উত্তরপ্রদেশ। লখনউ থেকে কলকাতা মেডিক্যালে এল ২০ হাজার স্যালাইন। আসছে আরও রিঙ্গার ল্যাকটেট। স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য ভবন শুভেনদু। স্বাস্থ্যসচিব, সুপারের গ্রেফতারি দাবি। থানায় নালিশ বিজেপি। বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করল পুরসভা। ১১ বছর আগে জলাজমি বুজিয়ে বিল্ডিং। কীভাবে তিনতলার অনুমোদন পেয়ে চারতলা ফ্ল্যাট? আরও বেপরোয়া বাংলাদেশ। এবার BGB-র বিরুদ্ধে ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ। চাপড়া থানায় অভিযোগ দায়ের।


















