WB News: 'পায়ের কাটা ছবিটা দেখাচ্ছে ওটা কোনও পুরোনো আঘাতের ছবি', মন্তব্য আব্দুল খালেক মোল্লার
ABP Ananda Live: 'ওঁ যে পায়ের কাটা ছবিটা দেখাচ্ছে ওটা কোনও পুরোনো আঘাতের ছবি। যদি প্রমান করতে পারে আমি বিধায়কের গাড়িতে হাত দিয়েছি তাহলে দল যা সাজা দেবে তা মাথা পেতে নেব। এই ভিত্তিহীন অভিযোগ মৃতুঞ্জয় মন্ডল ঊষারানী মন্ডল ২০২১ সালের পর থেকে অনবরত দেওয়া শুরু করেছে। সবাই জানে যে মৃত্যুঞ্জয় মন্ডল অকারণে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করে।', হাড়োয়া কাণ্ডে মন্তব্য হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার।
আরও খবর, 'আমরা হাড়োয়া থানার কালীপুজোয় গিয়েছিলাম। আসার পথে আমি গাড়ির ধরে বসেছিলাম আমাকে গাড়ি থেকে নামিয়ে মারে। আমি সেখানে পরেও যায়। আমার পিছনে কুড়ি থেকে ২৫ টা বাইক ছিল , তাদেরকেও ব্যাপক মারধর করা হয়', মন্তব্য মিনাখাঁর MLA -র । ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর।