WB News: 'কোনও দুর্ঘটনা ঘটে গেলে কারোর কিছু করার নেই', বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে বললেন কুণাল
ABP Ananda Live: 'মৃত্যু জাস্টিফাই করার বিষয় নয়। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটে গেলে কারোর কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে ব্যবস্থা নেবে।' কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ।
মহেশতলা, এগরার পর কল্যাণী। বাজি কারখানায় বিস্ফোরণে একের পর এক মৃত্যু। দায় কার?
উলুবেড়িয়ায় মজুত বাজিতে বিস্ফোরণে ২শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা,এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ঘটে। আজ কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে পড়ে রয়েছে একাধিক ঝলসানো দেহ। বিস্ফোরণে ঝলসে অন্তত ৩ জনের মৃত্যু। বিস্ফোরণস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক।
টালিগঞ্জে শ্যুটিং নিয়ে অচলাবস্থা অব্যাহত । টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, ফ্লোরে নেই পরিচালকরা । সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের । শ্যুটিংয়ের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রীরা চলে আসেন । স্টুডিওয় চলে আসেন মেকআপ আর্টিস্টরাও । সকাল ১০টা বেজে গেলেও এখনও পর্যন্ত পরিচালকদের দেখা মেলেনি । টেকনিসিয়ান স্টুডিওতে কাজ বন্ধ, পৌঁছলেন স্বরূপ বিশ্বাস।



















