Malda TMC leader death incident : তৃণমূলের হাত থাকায় 'হাত গুটিয়ে' পুলিশ? মালদাকাণ্ডে গুঞ্জন তুঙ্গে
ABP Ananda LIVE : মালদার দাপুটে তৃণমূল নেতাকে তাড়া করে গুলি, ৩দিন পরেও মাস্টারমাইন্ড থেকে মোটিভ নিয়ে রহস্য! 'দোষীদের যেন আড়াল না করা হয়। মুখ্যমন্ত্রীকে সব জানাব', বললেন তৃণমূল নেতার স্ত্রী। 'কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে লুকিয়ে দেওয়া যেন না হয়', বললেন নিহত TMC নেতার স্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্বেই বাড়ির সামনে ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। মানছেন তৃণমূল নেতারাই। দলীয় কোন্দলেই মালদায় তৃণমূল নেতা খুন? বিস্ফোরক স্ত্রী। 'ঘটনার পিছনে বেশ কিছু বড় মাথা রয়েছে। পুলিশ তদন্ত করুক। আমি এর শেষ দেখতে চাই', বললেন স্ত্রী।
আরও খবর,
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সেদেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে...পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অংকটা ছিল ৪.০২ লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে। যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। বেঙ্গল হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব, প্রদীপ অরোরা বলছেন, 'লুধিয়ানা, সুরাট, জয়পুর, ওদের এক্সপার্টি আর আমাদের এক্সপারটি আলাদা। হোসিয়ারিতে আমরা এক নম্বর। বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এখানে বড় কোম্পানিকে আসতেই হবে। অর্ডার আসতে শুরু করেছে। আমাদের পরিকাঠামো বাড়ানো হচ্ছে। আমরা প্রস্তুত। এটা একটা সুযোগ।'