West Bengal News: না জানিয়ে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি, মুখ্যমন্ত্রীর রোষের মুখে পরিবহণমন্ত্রী
ABP Ananda Live: না জানিয়ে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি, মুখ্যমন্ত্রীর রোষের মুখে পরিবহণমন্ত্রী । 'সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম, কেন আগে জানানো হয়নি?' 'বিপদে পড়লে আমাকেই দেখতে হয়, আগে কেন জানানো হয়নি?' পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর: সূত্র। রাজ্যের লিগাল সেলের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। 'লিগাল সেল কিছুই করছে না, আলোচনা করে কার্যকর করতে হবে'। মন্ত্রিসভার বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটককে নির্দেশ মুখ্যমন্ত্রীর: সূত্র । মুর্শিদাবাদে নতুন মহকুমা ফরাক্কা, সিদ্ধান্তে মন্ত্রিসভার সিলমোহর।বহরমপুর সদর, কান্দি, লালবাগ, জঙ্গিপুর, ডোমকলের পর এবার ফরাক্কা।
কোন্নগরে মূক বধির নাবালিকাকে ধর্ষণকাণ্ডে ফাঁসি চেয়ে সওয়াল কল্যাণের, 'RG করের আন্দোলনকারীরা কোথায়?..'
কোন্নগরকাণ্ডে শ্রীরামপুর আদালতে সরকারি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের ১০ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে অভিযুক্তকে। দ্রুত তদন্ত করে দু’মাসের মধ্যে সাজা হবে, আশ্বাস দিয়েছেন কল্যাণ। এই প্রথম শ্রীরামপুর আদালতে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আদালতের বাইরে বুদ্ধিজীবীদের কটাক্ষ করেছেন তিনি।
পঁচিশের পরতে পরতে রক্তের দাগ। আরজিকর কাণ্ডের পর প্রথম কোনও রাস্তায় নেমে সাধারণ মানুষের আন্দোলন। যেখানে গর্জে উঠেছিল বাংলা তথা দেশ-সহ বিদেশও। এদিকে সেই মামলার সঙ্গে সঙ্গে কলকাতায় বুকে একগুচ্ছ ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে গত কয়েক মাসে। এদিকে আরজিকর আন্দোলনকারীদের অন্যতম মুখ তিন জন দেবাশিস, আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে ইতিমধ্যেই মালদা-পুরুলিয়ায় বদলি করা হয়েছে। ঠিক এই আবহেই, কোন্নগর ধর্ষণকাণ্ডের সওয়ালের পাশাপাশি খোঁচা কল্যাণের। আরজি করের আন্দোলনকারীরা কোথায়?


















