West Bengal : মুখ্যসচিবকে তলবে সপ্তমে রাজ্য ও কমিশনের সংঘাত, ঘুরেফিরে উঠে আসছে মীরা পাণ্ডের প্রসঙ্গ
ABP Ananda LIVE : দুহাজার তেরো এবং দুহাজার পনেরো সালে, রাজ্য় নির্বাচন কমিশনের সঙ্গেও নজিরবিহীন সংঘাত দেখেছিল রাজ্য়বাসী। রাজ্যে বিধানসভা ভোটের আগে সপ্তমে উঠেছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত। কমিশনের নির্দেশ না মানায় সোজা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তলব করা হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকে। আর এই আবহেই, রাজ্য রাজনীতি ও সংশ্লিষ্ট মহলে ঘুরেফিরে উঠে আসছে মীরা পাণ্ডের প্রসঙ্গ। সেবার পঞ্চায়েত ভোটের দফা ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের সঙ্গে মতবিরোধ হয়েছিল রাজ্য সরকারের। আর এবার সংঘাত বাঁধল নির্বাচনের কাজে কারচুপিতে অভিযুক্ত ৪ রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ অমান্য করা নিয়ে।
'নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', অভয়ার বাবার FIR দায়ের প্রসঙ্গে জানাল পুলিশ
'আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে', জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, সিপি-কে ইমেল অভয়ার বাবার। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার। 'প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়'। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ অভয়ার বাবার।


















