WB News: নদীয়ার কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য, ২০০২-এর ভোটার লিস্টে পরিবারের নাম নেই, সেই পরিবারের লোকই BLO !
ABP Ananda LIVE: ২০০২-এর ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই, সেই পরিবারের লোকই BLO !নদীয়ার কৃষ্ণগঞ্জে চাঞ্চল্য। BDO-কে বললেও কিছু করেননি, দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের।
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। অর্নির্দিষ্টকালের জন্য কোনও অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের।
গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায়— “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।



















