WB News: কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু
ABP Ananda Live: কালীপুজোর আগের রাতে পাঁশকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন ধরে ফেরার সময় ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু। রঘুনাথবাড়ি স্টেশনের কাছে দুর্ঘটনা, ৩ ফল বিক্রেতার মৃত্যু। রাস্তায় জমে জল, পথ না থাকায় রেললাইন ধরে যাতায়াত, দাবি স্থানীয়দের।
আরও খবর, ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ ট্যাংরার বিচালিঘাটে ক্যানাল সাউথ রোডে একটি চামড়ার গুদামে আগুন লাগে। গুদামে রং ও রাসায়নিক মজুত থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে গুদাম ঘরের টিনের ছাউনি শুরু করে দেওয়াল। এক-দেড়ঘণ্টার মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা গুদাম। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়ায়। অবশেষে দমকলের ১০টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।



















