WB News: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের পরেও হাসপাতালে সিসি ক্যামেরার টেন্ডারে দুর্নীতি?
ABP Ananda Live: আর জি করকাণ্ডের পর, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে, সরকারি হাসপাতালগুলোতে CCTV ক্য়ামেরা লাগানো হচ্ছে। এবার সেই CCTV ক্য়ামেরা কেনা নিয়েই দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপি শাসিত রাজ্য়ের উদাহরণ টেনে, দুর্নীতি ইস্য়ুতে সুর চড়িয়েছে তৃণমূল।
আরও খবর, ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য গতকাল আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। '৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে। 'অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন', প্রতিক্রিয়া জাদুকর পি সি সরকার জুনিয়রের। ৩ মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পি সি সরকার জুনিয়র।