Rail Blockade : দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ, নেপথ্যে কী কারণ ?
ABP Ananda LIVE : শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ। 'ট্রেনে লেডিজ কামরা বাড়ায়, কমেছে জেনারেল কামরার সংখ্য়া'। এই অভিযোগে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের একাংশের।
Weather Update: বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, সপ্তাহজুড়ে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
আজ শহরে বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি পূর্বাভাস। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা। কাল ও পরশু ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা মাঝারি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।


















