WB News : সেনাবাহিনী নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে, কী বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা ?
ABP Ananda LIVE : ১৯৭১ সালের ২৫ মার্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানে হয়েছিল পাক সেনার কুখ্যাত 'অপারেশন সার্চলাইট'। বাঙালিদের সায়েস্তা করতে ঢাকা জুড়ে চলেছিল নির্মম গণহত্যা। চারিদিকে মৃতদেহের পাহাড়। আর সেই ঘটনার সঙ্গেই গতকালের মেয়ো রোডের ঘটনার তুলনা টেনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যার সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের একাংশ। তাঁরা কে কী বলেছেন, দেখুন।
আরও খবর...
প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবকাণ্ডে অভিযুক্ত, অবশেষে গ্রেফতার বিজেপি-র রাকেশ সিংহ
গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার রাকেশ। আজ ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবকাণ্ডে অভিযুক্ত রাকেশ সিংহ। বিহারে প্রধানমন্ত্রীর সভায় কুমন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব। সেই তাণ্ডবের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাকেশ। তারপর থেকে রাকেশের খোঁজ পাচ্ছিল না পুলিশ। গত রবিবার ইডেন গার্ডেন্সের সামনে রাজেশ সিংহকে খুঁজে পায় এবিপি আনন্দ। তারপরেই রাকেশ সিংহকে খুঁজে না পাওয়া নিয়ে বিভিন্ন মহল সরব হয়।



















