WestBengal: 'শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে',অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর | ABP Ananda LIVE
ABP Ananda live: সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ, ধৃত ২। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান কাদের মোল্লা। বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার।
আরও খবর..
হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি বাঁকুড়া শহরের দোলতলায়। সেখানে নিজের হাতে মা কালীর পুজো করেন তিনি। পুজোর জোগাড় থেকে আরতি নিজে হাতেই সবটা করেন কল্যাণ। পুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবী মূর্তিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে।



















