Swasthya Bhawan: এবার স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল
ABP Ananda Live: এবার স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল। ৪টি আইইডি রাখা রয়েছে স্বাস্থ্য ভবনে, উল্লেখ ই-মেলে।
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ, মিলল রফাসূত্র ?
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ। পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল ? মিলল রফাসূত্র ? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক।বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা ? মিলল সমাধানসূত্র ? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক
ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। কোভিড আক্রান্তর সংখ্যা হল ১০০৯।এর মধ্যে সাম্প্রতিক সময়ে আক্রান্তর সংখ্যা ৭৫২।রাজ্যে আরও ২ করোনা আক্রান্তর হদিশ।কলকাতা মেডিক্যাল কলেজের করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ২।পেডিয়াটিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ৯ মাসের এক সদ্যোজাত ।শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই সদ্যোজাত ভর্তি হয় গত ২২ মে।অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওই নবজাতককে।কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশনে ৫৫ বছরের এক মহিলা।গত ১৯ মে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।২ জনের নমুনা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে।গত সাত দিনে রাজ্যে ১৮ জন করোনা আক্রান্তর হদিশ মিলল।






















