WB News:অগাস্ট থেকেই বাংলায় ভোটার তালিকার সংশোধন শুরুর বিশেষ সম্ভাবনা?রাজ্য়ে শুরু BLO-দের ট্রেনিং
ABP Ananda LIVE : শেষবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল ২০০২ সালে। ২৩ বছর পর, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ফের সেই প্রক্রিয়া চালাবে নির্বাচন কমিশন? এই প্রশ্ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। উত্তর দিয়েছে বিজেপি। বিহারের পর কি পশ্চিমবঙ্গ? এ রাজ্য়েও কি শীগগিরই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? এই নিয়ে জল্পনার পারদ যেমন চড়ছে, তেমন রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে। তৃণমূল-সহ বাকি বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। শুক্রবার লোকসভার অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকেও বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, 'এখনকার নির্বাচন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে, সরকারের পার্টি অফিসের মতো কাজ করছেন। সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। আশ্চর্যজনকভাবে বিহারের যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে ++ প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না।'



















