West Bengal Weather: গভীর রাতে ঝড়ের তাণ্ডবে তছনছ কোচবিহারের বিস্তীর্ণ এলাকা! এখন কী অবস্থা?
ABP Ananda Live: গভীর রাতে ঝড়ের তাণ্ডবে তছনছ কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।
ক্ষতিগ্রস্ত ৩০টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক। গতকাল রাত ২টো নাগাদ তুফানগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।সঙ্গে মুষলধারে বৃষ্টি। বাড়ির ওপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় গাছ। কোথাও টিনের ছাউনি উড়ে যায়। নাককাটিগাছ এলাকা বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন। প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। শিলিগুড়িতেও ঝড়ের তাণ্ডবে কলেজ পাড়া, হাকিম পাড়া, সেবক রোডের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে। জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের কয়েকটি জায়গা। অন্যদিকে, সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে জলপাইগুড়ির মালে তিস্তার জলস্তর বেড়েছে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।