South Bengal Monsoon :দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও ২-৩দিন দেরি? ABP Ananda Live
ABP Ananda Live: দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা ঢুকতে ২-৩দিন দেরি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপের দাপট থেকে রেহাই মিললেও তাই গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। সপ্তাহ শেষে গরম আরও বাড়ার সম্ভাবনা। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরে বৃষ্টি, দক্ষিণে হাঁসফাঁস গরম। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২ থেকে ৩ দিন দেরি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপের দাপট থেকে রেহাই মিললেও, গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। আজ সন্ধেয় কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য়দিকে, প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চার জন পড়ুয়া। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন CBSE বোর্ডের ৪ জন এবং ISC বোর্ডের ২ জন।