(Source: ECI/ABP News/ABP Majha)
Westbengal Weather Update: এসপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা? কী বলছে হাওয়া অফিস? ABP Ananda Live
ABP Ananda Live: দক্ষিণবঙ্গে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। কাল সন্ধেয় কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কাল পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। কাল দুপুরের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আরও ৫ দিন ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
পাশাপাশি, একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে।