আনন্দ লাইভ: 'নন্দীগ্রাম ও সিঙ্গুরে শ্মশানের নীরবতা', TMC-BJP-কে বিঁধে বিবৃতিতে উল্লেখ Buddhadeb Bhattacharya-র
সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) আবেদন। "এরাই পারবে অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট-রাজে দুর্বিষহ রাজ্যবাসী। সমাজ বিরোধীদের দৌরাত্মে নারী নিরাপত্তা আজ বিপন্ন। নন্দীগ্রাম, সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা। কৃষি, শিল্পে গত এক দশকে পিছিয়ে পড়েছে বাংলা। তৃণমূল কংগ্রেসের স্বৈরতান্ত্রিক দাপাদাপি। বিজেপির সর্বনাশা আর্থিক নীতি, বিভাজনের রাজনীতি মধ্যে রাজ্যের ধ্বংসচিত্র।" মোর্চার প্রার্থীদের সমর্থনে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি।
"ভোটের দিন গন্ডোগোল পাকাতে ভিন রাজ্যের পুলিশ সাজিয়ে রাখা হয়েছে বিজেপির ক্যাডারদের। সেই জন্য কেনা হয়েছে উর্দিও।" অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। পাল্টা শুভেন্দুর তোপ, "তৃণমূলকে ভোট দিলে মিনি পাকিস্তান হবে।"






















