CBI Questions Rujira: 'CBI-কে নিয়ে রাজনীতি করছে BJP', অভিযোগ কুণালের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কোনও রাজনৈতিক হিংসা চরিতার্থ করেনি সিবিআই (CBI), বরং এসব বলে সিবিআই-এর মানসিক চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে, বক্তব্য শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করেছেন বিজেপিকে (BJP)। তিনি জানান, "সিবিআই কখন কার বাড়ি যাবে, তা আগে থেকেই বিজেপির ছোট-বড় নেতারা বলে যাচ্ছেন। এ থেকে আসল ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে।" অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্বচ্ছভাবে সাহসিকতার সঙ্গে গোটা পরিস্থিতি সামলাচ্ছেন বলেও দাবি করেন তিনি। রুজিরা বন্দ্যোপাধ্যায়ও (Rujira Banerjee) সিবিআই আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছেন। তাঁর কথায়, কাউকে নোটিস দেওয়া মানেই কেউ নির্দিষ্টভাবে অভিযুক্ত প্রমাণিত হয় না। শমীক ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি আরও বলেন, একাধিক ঘটনায় সিবিআই-এর খাতায় থাকা অভিযুক্তরা দলবদল কর বিজেপি-তে। তাদের প্রতি পদক্ষেপ না নিয়ে বিজেপির বাইরের ব্যক্তিদের প্রতি বেশি তৎপরতা দেখা যাচ্ছে। সিবিআই-কে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ কুণালের।