Panchayat Election: জেলা পরিষদের প্রার্থী তালিকায় ৩৪ জনের মধ্যে ২৫ জনই নতুন, চমক তৃণমূলের। ABP Ananda Live
৩৪ আসনের কোচবিহার (Coochbehar) জেলা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস (TMC)। প্রার্থী তালিকায় ঠাঁই হল না জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মনের। তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ারও। রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে। এছাড়াও কোচবিহার জেলা পরিষদে তৃণমূলের টিকিট পাননি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা। জেলা পরিষদের ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই এবার নতুন মুখ। কোচবিহার থেকেই 'তৃণমূলে নবজোয়ার' যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।






















