Loksabha Election 2024। TMC-কে একটাও ভোট নয়, মোদির মঞ্চ থেকে চালিয়ে ব্যাটিং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Lok Sabha Election 2024: বিজেপিতে (BJP) যোগদানের পর প্রথম জনসভাতেই অল আউট অ্যাটাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। নো ভোট টু তৃণমূল (TMC), শিলিগুড়ির মঞ্চ থেকে স্লোগান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ছাব্বিশে তৃণমূলকে উৎখাতের ডাক অবসরপ্রাপ্ত বিচারপতির। ফের তৃণমূলকে দুর্বৃত্তদের দল বলে আক্রমণ অভিজিতের। 'রাজ্যের ক্ষমতাসীন দল দুর্বৃত্তদের নিয়ে তৈরি। যোগ্যরা চাকরি পাননি, অযোগ্যরা চাকরি কিনেছেন। আমার চোখে ভয়ানক দুর্নীতি ধরা পড়েছে। শিক্ষা দুর্নীতিতে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে দুর্বৃত্তদের দলকে উৎখাত করতে হবে। তৃণমূলকে একটি ভোটও নয়, এই শপথ নিতে হবে। তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে, অনেকে দল ছাড়ছেন। ভাল নেতারা তৃণমূল ছাড়ছেন, দুর্বৃত্তদের দলে কেউ থাকতে চাইছেন না। আসন্ন ভোটে তৃণমূল সরকারকে বিদায়ের পথ দেখাতে হবে', নো ভোট টু তৃণমূল, স্লোগান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।