(Source: ECI/ABP News/ABP Majha)
Kar Dokhole Delhi : 'এই রায় মানব না', ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার
একেই বোধহয় বলে বোঝার ওপর শাকের আঁটি। নিয়োগ দুর্নীতির পরে এবার ষষ্ঠ দফার ভোটের আগে ওবিসিতে জোর ধাক্কা রাজ্যের।অনিয়মের অভিযোগে একসঙ্গে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট।এই রায় মানছি না, মানব না। কলঙ্কিত অধ্যায়। বিচারপতির নাম না করে আক্রমণ মমতার।অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ১ লক্ষ ৩০ হাজার শিক্ষকের কাছে চাওয়া হয়েছে নথি।পাল্টা চাঞ্চল্যকর দাবি সুকান্তর।শুভেন্দু দিয়ে শুরু, ২ মেদিনীপুরে ভোটের আগে পরপর বিজেপি নেতার বাড়িতে পুলিশ। পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে, ২৫ তারিখ খেলা শেষ, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাঁথির সভায় আক্রমণে অমিত শাহ। মমতা যত অত্যাচার করবে, তত বড় নেতা হবেন শুভেন্দু। Lok Sabha Election 2024 লোকসভা ভোট ২০২৪
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল আমলে ইস্যু করা ওবিসি শংসাপত্রের উপরেই।