Mithun Chakraborty: 'ওনার এইসব উস্কানিমূলক কাথাবার্তা, খুবই ভয়ের ব্যাপার',আক্রমণ মিঠুনের
'আগের থেকে ভিড় বেশি দেখছি, আর বেশি দেখছি মেয়েদের সংখ্যা। ২২শে জানুযারি রামলালা ফিরে আসার পর মানুষের মনে সনাতনী জেগেছে। আমার সবথেকে যা ভয় এইসব করে চেষ্টা করছেন দাঙ্গা বাধাবার। ওনার সব উস্কানিমূলক কাথাবার্তা, খুবই ভয়ের ব্যাপার', মন্তব্য মিঠুনর। 'নন্দীগ্রামে(Bnandigram) মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা'(mamata Banerjee)। 'সিএএ(CAA)-এনআরসি (NRC)নিয়ে মিথ্যা বলে ভোট পেয়েছেন মমতা'। 'বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মাচরণে বাধা দেওয়া হয় না'। 'বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না'। 'মিথ্যা বলে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার'। 'চুরির লাইসেন্স পেয়ে গেছে তৃণমূল'। 'মোদি রামরাজ্য করতে চান, রামরাজ্য মানে মাথার ওপর ছাদ'। 'বাংলাকে ৪০ লক্ষ বাড়ির টাকা দিয়েছিল মোদি সরকার'। 'এখানে শেখ সুফিয়ানদের বড় বাড়ি, আর সাধারণ মানুষের বাড়ি নেই'। 'কেন্দ্রের টাকায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার'। 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা'। আনিস খান থেকে বগটুই হত্যাকাণ্ড, তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'নৌশাদকে ৪০দিন ধরে কে জেলে রাখল? তৃণমূল না মোদি সরকার?' ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন মমতা: শুভেন্দু(Suvendu Adhikari)।