Mamata Banerjee: 'রাজ্যের ১ লক্ষ ৮৪ হাজার কোটি কেন্দ্র আটকে রেখেছে', মন্তব্য মমতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'রোজ মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী(Narendra Modi), হারাতঙ্ক রোগে ভুগছে বিজেপি'(BJP)। 'মোদিবাবু ক্ষমতায় এলে, দেশটা আর দেশে থাকবে না'। '৩ বছর ১০০ দিনের টাকা রাজ্যকে দেয়নি বিজেপি'। নাম না করে প্রধানমন্ত্রীকে ফের প্রচার বাবু বলে কটাক্ষ তৃণমূলনেত্রীর(mamata Banerjee)। 'ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না'। 'সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে'। 'রাজ্যের ১ লক্ষ ৮৪ হাজার কোটি কেন্দ্র আটকে রেখেছে'। 'ওরা খেলতে চাইলে, আমরা খেলা বন্ধ করব'। আরও খবর, হরিয়ানার আম্বালায় ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ তীর্থযাত্রীর। আজ ভোররাতে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশে যাওয়ার সময় আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী-সহ বাসটি। । দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আম্বালা সেনানিবাসের সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।






















