Lok Sabha Vote:ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে তপ্ত হয়ে উঠল কাঁথি,BJP প্রার্থীকে ঘিরে বিক্ষোভ TMC কর্মীদের
ABP Ananda LIVE: ষষ্ঠ দফার ভোটের (lok sabha election phase 6)শেষ লগ্নে তপ্ত হয়ে উঠল কাঁথি। বুথ জ্যামের অভিযোগ পেয়ে পৌঁছতেই বিজেপি (bjp)প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। রাস্তায় আগুন জ্বেলে চলল অবরোধ। জমায়েত সরাতে লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী(central force)। আরও খবর, ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)