Lok Sabha Election Result 2024: ভোটের পরও রাজ্য়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সরকারের নিয়ন্ত্রণেই থাকবে ফোর্স
ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরও রাজ্য়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আজ মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে।
ভোট মোটের উপর সন্ত্রাসহীন বলে দাবি করলেও, ভোট পরবর্তী হিংসা রুখতে ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। সোমবার এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের বেশ ৭ দফায় যা হয়েছে, তা দেখে আমরা খুবই আত্মবিশ্বাসী, বুলেটের চেয়ে ব্যালটের উপর মানুষ বেশি ভরসা রেখেছে। ওটাই চালু থাকা উচিত। তাই আমি মনে করি না, ভোট পরবর্তী হিংসা হবে। কিন্তু, যদি হয়, তো আমরা কিছু রাজ্য়ে প্রথমবার নির্বাচনী আদর্শ আচরণবিধির পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমন সিদ্ধান্ত নিয়েছি। যেখানে অন্ধ্রপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে, উত্তরপ্রদেশ আছে, মণিপুর আছে। যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে। তো বাংলাতেও পর্যাপ্ত পরিমাণে ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে। যদিও তা রাজ্য সরকারের অধীন থাকবে।