Lok Sabha Elections 2024: উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ABP Ananda Live
ABP Ananda Live: উলুবেড়িয়ায় (Uluberia) কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি কংগ্রেস প্রার্থীর। উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী। অন্য়দিকে, কালীঘাটে (Kalighat) সিপিএম-কে মিটিং করতে পুলিশের বাধার অভিযোগ। মিটিং করার জন্য আদালতের অনুমতি আছে বলে দাবি সিপিএম-এর। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের বচসা। পাশাপাশি টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ। ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।